Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পাহাড়পুর রামকৃষ্ণ মন্দির
Location
৪ নং ওয়ার্ড
Transportation
বর্ষা মৌসুমে হবিগঞ্জ থেকে বানিয়াচং উপজেলার আদর্শ বাজার থেকে নৌকায় সরাসরি বদলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড অর্ন্তভুক্ত বলদী গ্রামের সন্নিকটে শীতলা দেবীর মন্দির সংলগ্ন ঘাটে নামতে হয়। সেখান থেকে ট্রলি বা পায়ে হেটে বদলপুর ইউনিয়ন পরিষদের ঠিক দক্ষিনে পাহাড়পুর গ্রামের পুকুর ঘাট সংলগ্ন স্থানে পাহাড়পুর রামকৃষ্ণ মন্দির অবস্থিত।
Details

 

"পাহাড়পুর রামকৃষ্ণ মন্দির-টি" সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উপাসনালয়। মন্দিরটি ২.৪৫একর জমির উপর প্রতিষ্ঠিত। সিলেট রামকৃষ্ণ মন্দিরের মহারাজজি‌র অনুপ্রেরায় সিলেট রামকৃষ্ণ মন্দিরের ভক্তবৃন্দ ও পাহাড়পুর গ্রাম ও পূর্বকালনী গ্রামের ভক্তবৃন্দের দানে প্রায় ৪৫০০০০০/-(পয়তাল্লিশ লক্ষ) টাকা ব্যয়ে ২০১০ সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরের ভিতরে আধুনিক সকল কারুকার্য বিদ্যমান। মন্দিরটি-তে (তিন)টি কক্ষ রয়েছে। একটি কক্ষ হচ্ছে ভক্তবৃন্দের উপসনার জন্য, আরেকটি কক্ষ হচ্ছে পুজার সামগ্রী রাখার জন্য এবং সর্বশেষ কক্ষটি মন্দিরের সার্বিক কর্মকান্ডে ব্যবহৃত হয়।