ক্রমিক | নাম | কিভাবে যাওয়া যায় | অবস্থান |
১ | পাহাড়পুর রামকৃষ্ণ মন্দির | বর্ষা মৌসুমে হবিগঞ্জ থেকে বানিয়াচং উপজেলার আদর্শ বাজার থেকে নৌকায় সরাসরি বদলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড অর্ন্তভুক্ত বলদী গ্রামের সন্নিকটে শীতলা দেবীর মন্দির সংলগ্ন ঘাটে নামতে হয়। সেখান থেকে ট্রলি বা পায়ে হেটে বদলপুর ইউনিয়ন পরিষদের ঠিক দক্ষিনে পাহাড়পুর গ্রামের পুকুর ঘাট সংলগ্ন স্থানে পাহাড়পুর রামকৃষ্ণ মন্দির অবস্থিত। |