বদলপুর ইউনিয়নে বেশ কয়েকটি বেসরকারী বীমা প্রতিষ্ঠান তাদের ক্ষুদ্র শাখা খোলে বীমা কার্যক্রম পরিচালনা করছে। তার মধ্য অন্যতম হল ০১। ন্যশনাল লাইফ ইন্সুরেন্স ০২। ডেল্টা লাইফ ইন্সুরেন্স ০৩। সান ফ্লাউয়ার লাইফ ইন্সুরেন্স অন্যতম। ইন্সুরেন্স কোম্পানীর প্রতিনিথিরা তাদের বিভিন্ন রকমের পলিসির অগ্রগামিতা সর্ম্পকে স্থানীয় জনগনকে অবহিত করে, তাদের বিভিন্ন ধরনের লাইফ ইন্সুরেন্স করে থাকে। বদলপুর ইউনিয়নে নিম্নোক্ত বীমা প্রতিষ্ঠানের শাখা বিদ্যমান।
১। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
২। পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
৪। আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো অপারেটিভ লি:
৫। আল বারাকা লাইফ ইন্সরেন্স লিঃ
৬। ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা ।
৭। প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ
৮। জীবন বীমা কর্পোরেশণ ।
৯। বায়রা লাইফ ইন্সুরেন্স লিঃ
১০।আমেরিকান লাইফ ইন্সুরেন্স লিঃ
১১। পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ
এ সকল বীমা প্রতিষ্ঠান সমূহ বদলপুর ইউনিয়নে তাদের শাখা অফিস, এজেন্ট এবং বুথ দ্বারা তাদের কার্যক্রম পরিচালনা করছে ।
ছবি